ঠোঁটের কালচে ভাব দূর করুন সহজেই
আমাদের মতো গরম দেশের মানুষদের ঠোঁট জন্মগত ভাবেই একটু কালচে হয়ে থাকে। তার ওপর অযত্ন অবহেলা আর কিছু বদঅভ্যাসের কারণে ঠোঁটের স্বাভাবিক গোলাপী ভাব নষ্ট হয়ে তা কালচে ও মলিন হয়ে পরে। কিছু নিয়ম মেনে চললে এবং নিয়মিত ঠোঁটের যত্ন নিলে এই কালচে ভাব অনেকাংশেই দূর করা সম্ভব। আসুন জেনে নিই ঠোঁটের কালচে ভাব দূর করার পদ্ধতি * ঠোঁট কখনো খুব বেশি সময় শুষ্ক রাখবেন না। * যাদের ঠোঁট জন্মগত ভাবেই শুষ্ক তারা ঠোঁটে সবসময় চ্যাপস্টিক বা লিপবাম ব্যবহার করবেন। * সামান্য দুধের সর বেঁটে মাঝে মাঝে ঠোঁটে...
Posted Under : Health Tips
Viewed#: 527
See details.

